No Internet Connection !

বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা


নবাব সিরাজ-উদ-দৌলা
বাংলায় ইংরেজদের প্রভুত্ব বিস্তার
ব্রিটিশ গভর্নর
গভর্নর জেনারেল
ভাইসরয়
সংস্কার ও পদক্ষেপ

প্রশ্ন: মুর্শিদকুলী খান কত সালে বাংলার সুবাদার নিযুক্ত হন? উ: ১৭১৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মুর্শিদকুলী খানের পর বাংলার সুবাদার নিযুক্ত হন কে? উ: সুজা উদ্দীন।
প্রশ্ন: কোন সুবাদারকে পরাজিত করে আলীবর্দী খান বাংলার কর্তৃত্ব লাভ করেন? উ: সরফরাজ খানকে।

নবাব সিরাজ-উদ-দৌলা


প্রশ্ন: সিরাজের পিতার নাম কী ছিল? উ: মীর্জা মুহাম্মদ হাশিম জয়নুদ্দিন খান (মাতা আমেনা বেগম)।
প্রশ্ন: সিরাজ উদ্দৌলার প্রকৃত নাম কী? উ: মীর্জা মুহাম্মদ।
প্রশ্ন: নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন কত সালে? উ: ১৭৫৬ সালে (তিনি ছিলেন সিরাজের নানা)।
প্রশ্ন: সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন কত সালে? উ: ১৭৫৬ সালে।
প্রশ্ন: সিরাজ কত সালে কাশিমবাজার দুর্গ অধিকার করেন? উ: ১৭৫৬ সালে।
প্রশ্ন: কে নবাবের রাজকোষাগার থেকে অর্থ আত্মসাৎ করে ইংরেজদের কাছে আশ্রয়গ্রহণ করেন? উ: রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস।
প্রশ্ন: কখন পলাশীর যুদ্ধ হয়? উ: ২৩ জুন, ১৭৫৭ সালে।
প্রশ্ন: ঘষেটি বেগম কে ছিলেন? উ: আলীবর্দী খানের কন্যা।
প্রশ্ন: আলীবর্দী খানের অন্যতম দৌহিত্র ছিলেন কে? উ: শওকত জং।
প্রশ্ন: পলাশীর যুদ্ধে কে পরাজয় বরণ করেন? উ: নবাব সিরাজ-উদ-দৌলা।
প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে? উ: মুর্শিদকুলী খান।
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে? উ: নবাব সিরাজ-উদ-দৌলা।
প্রশ্ন: বক্সারের যুদ্ধ হয়েছিল কবে? উ: ১৭৬৪ সালে।
প্রশ্ন: বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উ: ইংরেজ ও মীর কাশিম।
প্রশ্ন: সিরাজ-উদ-দৌলার হত্যাকারী কে? উ: মোহম্মদী বেগ।
প্রশ্ন: পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিল- উ: রবার্ট ক্লাইভ।
প্রশ্ন: কোন যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়? উ: পলাশীর যুদ্ধে।
প্রশ্ন: সিরাজ-উদ-দৌলা কখন কলকাতা নগরী দখল করেন? উ: ২০ জুন, ১৭৫৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: পলাশীর যুদ্ধে পরাজয়ের মূল কারণ কী? উ: প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা।
প্রশ্ন: নবাব ও ইংরেজদের মধ্যে সন্ধি হয় কখন? উ: ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি।
প্রশ্ন: মীর জাফর কখন বাংলার নামমাত্র নবাব হয়? উ: ২৯ জুন, ১৭৫৭ সালে।
প্রশ্ন: কোন সালে বাংলার প্রথম স্বাধীন নবাব সিংহাসনে আরোহণ করেন? উ: ১৭১৭ সালে।
প্রশ্ন: নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসন আরোহণ করেন কবে? উ: ১৭৫৬ সালে।
প্রশ্ন: কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন? উ: ২০ জুন, ১৭৫৬ সালে।
প্রশ্ন: বর্গী নামে পরিচিত কারা? উ: মারাঠারা।
প্রশ্ন: কলকাতার নাম পরিবর্তন করে সিরাজউদ্দৌলা কি রাখেন? উ: আলিনগর (১৭৫৬ সালে)।
প্রশ্ন: ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? উ: মাদ্রাজে।
প্রশ্ন: কে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন? উ: জর্জ চার্নক।
প্রশ্ন: সিরাজউদ্দৌলা কে ছিলেন? উ: আলীবর্দী খানের নাতি।
প্রশ্ন: কে ঢাকা হতে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন? উ: মুর্শিদকুলী খান।
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কখন? উ: ১৭০০ সালে।
প্রশ্ন: কে ইংরেজদেরকে বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন? উ: শায়েস্তা খান।
প্রশ্ন: কে কলকাতা নগরীর নাম 'আলীনগর' রাখেন? উ: সিরাজউদ্দৌলা।
প্রশ্ন: কে ঢাকার নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর রাখেন? উ: ইসলাম খান।

বাংলায় ইংরেজদের প্রভুত্ব বিস্তার


প্রশ্ন: বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উ: লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন: 'দ্বৈত শাসন' কী? উ: শাসনব্যবস্থা থাকবে নবাবের হাতে আর রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে ইংরেজদের হাতে।
প্রশ্ন: 'দ্বৈত শাসন' ব্যবস্থা রহিত করেন কে? উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে? উ: ১৭৯৩ সালে (২৩ মার্চ)।
প্রশ্ন: আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে? উ: লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন: কে 'সতীদাহ প্রথার' বিলোপ সাধন করেন? উ: লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন: 'দ্বৈত শাসন' ব্যবস্থার প্রবর্তক কে? উ: লর্ড ক্লাইভ।
প্রশ্ন: "দ্বৈত শাসন'' ব্যবস্থা কে বিলোপ করেন? উ: ওয়ারেন হেস্টিংস (১৭৭২ সালে)।
প্রশ্ন: রানী ভিক্টোরিয়া কত সালে উপমহাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন? উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে? উ: লর্ড ডালহৌসী।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম 'রাজস্ব বোর্ড' স্থাপন করেন কে? উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর কে? উ: লর্ড ক্লাইভ।
প্রশ্ন: ইতিহাস খ্যাত দুর্ভিক্ষ 'ছিয়াত্তরের মন্বন্তর' হয়েছিল ইংরেজি কত সালে? উ: ১৭৭০ সালে।
প্রশ্ন: 'ছিয়াত্তরের মন্বন্তর' হয়েছিল বাংলা কত সালে? উ: ১১৭৬ সালে।
প্রশ্ন: ব্রিটিশ পার্লামেন্টে 'রেগুলেটিং অ্যাক্ট' পাস হয় কত সালে? উ: ১৭৮৪ সালে।
প্রশ্ন: পাঁচসালা বন্দোবস্তের প্রবর্তক কে? উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয় কত সালে? উ: ১৮৩৫ সালে।
প্রশ্ন: সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় কত সালে? উ: ১৮২৯ সালে।
প্রশ্ন: 'বিধবা বিবাহ' আইন প্রচলন করা হয় কত সাল থেকে? উ: ১৮৫৬ সালে।
প্রশ্ন: দ্বৈত শাসনব্যবস্থা চালু হয় কত সালে? উ: ১৭৬৫ সালে।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে? উ: লর্ড ক্যানিং (১৮৫৭ সালে)।
প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করা হয় কত সালে? উ: ১৮৫৩ সালে।
প্রশ্ন: সাম্রাজ্যবাদী স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে? উ: লর্ড ডালহৌসী।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়? উ: বঙ্গদেশের ব্যারাকপুরে (৯ মার্চ ১৮৫৭)।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কবে? উ: ১৮৫৭ সালে।
প্রশ্ন: অন্ধকূপ হত্যা সংঘটিত হয় কত সালে? উ: ১৭৫৬ সালে।
প্রশ্ন: টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? উ: মহীশূরের।
প্রশ্ন: বঙ্গভঙ্গ হয় কত সালে? উ: ১৯০৫ সালে।
প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? উ: ১৯১১ সালে।
প্রশ্ন: ১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? উ: ব্যামফিল্ড ফুলার।
প্রশ্ন: "পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে? উ: ১৯৪৩ সালে (বাংলা ১৩৫০ সালে)।
প্রশ্ন: বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে? উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: 'অন্ধকূপ হত্যা' কী? উ: হলওয়ের কর্তৃক সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে ১২৩ জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার।
প্রশ্ন: কোন গভর্নর জেনারেল ভারতে 'সিভিল সার্ভিস' পরীক্ষার প্রচলন করেছিলেন? উ: লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর উপমহাদেশ শাসন করেছিল? উ: ১৯০ বছর (১৭৫৭ – ১৯৪৭)।
প্রশ্ন: উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? উ: লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন: বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক? উ: লর্ড কার্জন।
প্রশ্ন: বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার বা বঙ্গ প্রদেশের রাজধানী কোথায় হয়? উ: ঢাকা।
প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করেন কোন ইংরেজ শাসক? উ: লর্ড হার্ডিঞ্জ।
প্রশ্ন: ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন? উ: জুম্মা খান।
প্রশ্ন: মীর জাফরকে সরিয়ে কাকে বাংলার মসনদে বসানো হয়? উ: মীর জাফরের জামাতা মীর কাশিমকে।
প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন কে? উ: লর্ড ক্লাইভ।
প্রশ্ন: বক্সারের যুদ্ধের পর কাকে বাংলার মসনদে বসানো হয়? উ: মীর জাফরকে।
প্রশ্ন: কোন ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস করেন? উ: লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন: লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থা বিলোপ করেন কে? উ: লর্ড ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: দ্বৈত শাসনব্যবস্থার ফলে কোম্পানির হাতে কোন দায়িত্ব আসে? উ: রাজস্ব আদায় এবং দেশরক্ষা।
প্রশ্ন: কত সালে কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে? উ: ১৭৬৫ সালে।
প্রশ্ন: মীর জাফরের মৃত্যুর পর কে বাংলার মসনদ লাভ করেন? উ: মীর জাফরের পুত্র নিজাম-উদ-দৌলা।
প্রশ্ন: কোন যুদ্ধে মীর কাশিম ইংরেজদের কাছে সম্পূর্ণরূপে পরাজিত হয়? উ: বক্সারের যুদ্ধে।
প্রশ্ন: বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উ: ১৭৬৪ সালে।
প্রশ্ন: কার সাথে চুক্তির মাধ্যমে ক্লাইভ দ্বৈত শাসনব্যবস্থা চালু করেন? উ: মোগল সম্রাট শাহ আলম।
প্রশ্ন: সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় কত সালে? উ: ১৮২৯ সালে।
প্রশ্ন: দ্বৈত শাসনব্যবস্থার ফলে বিচার ও শাসন বিভাগের দায়িত্ব কার ওপর ন্যস্ত হয়? উ: নবাবের ওপর।
প্রশ্ন: সতীদাহ প্রথা বাতিল করা হয় কবে? উ: ১৮২৯ সালে।
প্রশ্ন: ইংরেজ শাসনামলে ১৭৭০ সালে যে দুর্ভিক্ষটি হয় তা কি নামে পরিচিত? উ: ছিয়াত্তরের মন্বন্তর।
প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ হতে কলকাতায় স্থানান্তর করেন? উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: কে দশসালা বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন? উ: কর্নওয়ালিশ (১৭৯০ সালে)।
প্রশ্ন: দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত করেন কে? উ: লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালের ২২ মার্চ।
প্রশ্ন: শাসনকার্য পরিচালনার জন্য নবাবকে বাৎসরিক কত টাকা দেওয়া হয়? উ: ৫৩ লক্ষ টাকা (সম্রাটকে দেওয়া হয় বাৎসরিক ২৬ লক্ষ টাকা)।
প্রশ্ন: দুর্ভিক্ষের কারণে বাংলায় কত লোক মৃত্যুবরণ করে? উ: কোম্পানির হিসাব মতে প্রায় এক কোটি।
প্রশ্ন: ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর ছিলেন কে? উ: কার্টিয়ার।
প্রশ্ন: খাজনা আদায়ের সুবিধার্থে কে প্রথমে পাঁচসালা এবং পরে একসনা বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন? উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: লর্ড কর্নওয়ালিস কত সালে গভর্নর জেনারেল নিযুক্ত হন? উ: ১৭৮৬ সালে।
প্রশ্ন: সূর্যাস্ত আইনানুযায়ী রাজস্ব দিতে না পারলে কি করা হতো? উ: জমিদারি নিলামে দেওয়া হতো।
প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কারা জমির মালিকানা লাভ করে? উ: জমিদারগণ।
প্রশ্ন: 'সূর্যাস্ত আইন' চালু হয় কার সময়ে? উ: লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।
প্রশ্ন: মোগলদের আমলে রাজস্ব দিতে না পারলে জমিদারদেরকে কী করা হতো? উ: শাস্তি দেওয়া হতো।
ব্রিটিশ গভর্নর
গভর্নর সময়কাল
লর্ড ক্লাইভ ১৭৫৭-১৭৬০
লর্ড ভ্যান্সিটার্ট ৭৬০-১৭৬৫
লর্ড ক্লাইভ ১৯৬৫-১৯৬৭
লর্ড ভেরেলস্ট ১৭৬৭-১৭৬৯
লর্ড কার্টিয়ার ১৭৬৯-১৭৭২
লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৭২-১৭৭৪
গভর্নর জেনারেল
গভর্নর জেনারেল সময়কাল
লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৭৪-১৭৮৫
স্যার জন ম্যাকফারসন ১৭৮৫-১৭৮৬
লর্ড কর্নওয়ালিস ১৭৮৬-১৭৯৩
স্যার জন শোর ১৭৯৩-১৭৯৮
স্যার এ ক্লার্ক ১৭৯৮-১৭৯৮
লর্ড ওয়েলেসলি ১৭৯৮-১৮০৫
লর্ড কর্নওয়ালিস ১৮০৫-১৮১৮৫
স্যার জন মর্লি ১৮০৫-১৮
লর্ড মিন্টো ১৮০৭- ০৭-১৮১৩
লর্ড হেস্টিংস ১৮২৩-১৮২৩
স্যার জন অ্যাডাম ১৮২৩-১৮২৩
লর্ড আর্মহাস্ট ১৮২৩-১৮২৮
লর্ড উইলিয়াম বেইল ১৮২৮- ৮-১৮২৮
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২ ৮২৮-১৮৩৫
লর্ড অকল্যান্ড ১৮৩৬-১৮৪২
লর্ড এলনবরা ৮৪২-১৮৪৪
লর্ড উইলিয়াম বার্ড ৮৪৪-১৮৪৪
লর্ড হার্ডিং ১৯৪৪-১৮৪৮
লর্ড ডালহৌসি ১৮৪ ৮৪৮-১৮৫৬
লর্ড ক্যানিং ১৮৫৬-১৮৫৮
ভাইসরয়
ভাইসরয় সময়কাল
লর্ড ক্যানিং ১৮৫৮-১৮৬১
লর্ড এলথিন ১৮৬২-১৮৬৩
লর্ড জন লরেন্স ১৮৬৩-১৮৮৬ ৮৬৯
লর্ড মেয়ো ১৮৬৯-১৮৭২
লর্ড নর্থব্রুক ১৮৭২-১৮৭
লর্ড লিটন ৭-১৮৭৬-১০
লর্ড রিপন ১৮৮০-১৮৮৪
লর্ড ডাফরিন ১৮৮৪-১৮৮৮
লর্ড ল্যান্স ডাউন ১৮৮৮-১৮৯৪
লর্ড এলগিন (দ্বিতীয়) ১৮৯৪-১৮ ৮৯৯
লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫
লর্ড মিন্টো (দ্বিতীয়) ১৯০৫-১৯১০/td>
লর্ড হার্ডিঞ্জ (দ্বিতীয়) ১৯১০-১৯১৬
লর্ড চেমসফোর্ড ১৯১৬-১৯২১
লর্ড রিডিং ১৯২১-১৯২৬
লর্ড আরউইন ১৯২৬-১৯৩১
লর্ড উইলিংডন ১৯৩১-১৯৩৬
লর্ড লিনলিথগো ১৯৩৬-১৯৪৩
লর্ড ওয়াভেল ১৯৪৩-১৯৪৫
লর্ড ব্যাটেন ১৯৪৫-১৯৪৭
বাংলায় বিভিন্ন ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত পদক্ষেপ
সংস্কার ও পদক্ষেপ সময়কাল শাসক
প্রথম আদমশুমারি ১৮৬১ লর্ড ক্যানিং
ক্রিপস মিশন, ভারত ছাড় আন্দোলন ১৯৪২ লর্ড লিলিথগো
ভারত শাসন আইন ১৯৩৫ লর্ড উইলিংডন
ভারতীয় স্বাধীনতা আইন, ভারত বিভাগ ১৯৪৫ লর্ড মাউন্টব্যাটেন
মন্টেগু-চেমসফোর্ড সংস্কার ১৯১৯ লর্ড চেমসফোর্ড
চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ লর্ড কর্নওয়ালিস
দ্বিতীয় ও তৃতীয় বৈঠক গোলটেবিল ১৯৩১-৩২ লর্ড উইলিংডেন
সতীদাহ প্রথা নিবারণ, ঠগী দমন ১৮২৯ লর্ড বেন্টিঙ্ক উইলিয়াম
প্রথম গোলটেবিল বৈঠক ১৯৩০ লর্ড আরউইন
বঙ্গভঙ্গ রদ ১৯১১ লর্ড হার্ডিঞ্জ (দ্বিতীয়)
মর্লি-মিন্টো সংস্কার ১৯০৯ লর্ড মিন্টো (দ্বিতীয়)
দ্বৈতশাসন ব্যবস্থা ১৭৬৫ লর্ড ক্লাইভ
বঙ্গভঙ্গ ১৯০৫ লর্ড কার্জন
রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ১৮৫৮ লর্ড ক্যানিং
সিপাহী বিদ্রোহ ১৭৫৭ লর্ড ক্যানিং
ক‍্যাবিনেট মিশন লর্ড ওয়াভেল
ভূ-সম্পত্তি বিষয়ক সংস্কার লর্ড কার্জন
সম্পূর্ণ স্বাধীনতার জন্য কংগ্রেসের প্রস্তাব লর্ড আরউইন
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট লর্ড মিন্টো (দ্বিতীয়)
top
Back
Home
Gsearch